17 C
আবহাওয়া
১১:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » মহাসড়কের থ্রি-হুইলার সাকানিয়ায় ৭ চালকের জরিমানা

মহাসড়কের থ্রি-হুইলার সাকানিয়ায় ৭ চালকের জরিমানা

সাতকানিয়ায় জরিমানা

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানীহাটে অভিযান চালিয়ে সাত থ্রি-হুইলার চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনে তাদের এ জরিমানা করা হয়।

বুধবার(৮জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের নাজির মো. কামরুল ইসলাম ও সাতকানিয়া থানা পুলিশের একটি টিম।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং চিংনু মারমা বলেন, মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন নিষিদ্ধ। হাইকোর্টের আদেশ বাস্তবায়নে বুধবার সকালে অভিযান চালিয়ে সাতটি থ্রি-হুইলারকে জরিমানা করা হয়েছে।

এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ