25 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » পদ্মা সেতুতে হাঁটার সুযোগ যেদিন

পদ্মা সেতুতে হাঁটার সুযোগ যেদিন

পদ্মা সেতু নিয়ে ষড়ন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনে নির্দেশ হাইকোর্টের

বিএনএ ডেস্ক: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন অর্থ্যাৎ ২৪ জুন পদ্মা সেতু কিছুক্ষণের জন্য খুলে দেয়া হতে পারে। তখন কিছু সময়ের জন্য পদ্মা সেতুতে মানুষ পায়ে হাঁটার সুযোগ পাবেন। তবে এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৮ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে মতবিনিময় সভায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার স্থানীয় আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যরা অংশ নেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘২৫ তারিখ উদ্বোধনের দিনে পদ্মা সেতু দিয়ে কোনো গাড়ি চলবে না।‌ যান চলাচলের সময় জানিয়ে দেয়া হলে তারপর থেকে টোল দিয়ে পদ্মা সেতু পার হতে হবে। এর আগে ২৪ জুন হয়তো কিছু সময়ের জন্য খোলাও হতে পারে। সেটা এখনো নিশ্চিত নয়।‌ সেদিন পায়ে হেঁটে হয়তো আপনারা যাতায়াত করতে পারবেন। এ রকম একটা সময়সীমা হয়তো দেয়া হবে। চিন্তাভাবনা আছে। দেখা যাক।’

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা

ওবায়দুল কাদের বলেন, অর্থায়ন থেকে সরে গিয়ে বিশ্ব ব্যাংক বঙ্গবন্ধু পরিবারকে যে অপমান করেছিল, পদ্মা সেতু সে অপমানের প্রতিশোধ। বলেন, বিশ্ব ব্যাংক আমাদেরকে দুর্নীতি, চুরির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। বিশ্বব্যাংক যে অপমান করেছে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়-পুতুল, ববি কাউকে বাদ দেয় নাই। গোটা বঙ্গবন্ধুর পরিবারকে অপমান করেছে, অপবাদ দিয়েছে। তারা আমাদের বীরত্বকে আমাদের সম্মানকে ক্ষুণ্ন করেছে, আমাদের ভাবমূর্তির ওপর আঘাত হেনেছে।‌ তাই আমি বলব এই পদ্মা সেতু আমাদের সামর্থ্যের সক্ষমতার সেতু নয়। এই সেতু আমাদের অপমানের প্রতিশোধ।

পদ্মা সেতু নিয়ে এখনো ষড়যন্ত্র ও গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন পদ্মা সেতুর এপারে ওপারে মাওয়া ও জাজিরা প্রান্তে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন নাকি করেছেন খালেদা জিয়া। বিএনপিকে উদ্দেশ্য করে কাদের আরও বলেন, ‘এরা অন্ত জ্বালায় মরে যাচ্ছে। এদের বুকে বিষ জ্বালা। বিষ জ্বালা নিয়ে এরা অপপ্রচার করছে। পদ্মা সেতু নিয়ে এরা মিথ্যাচার করছে।’ নেতা কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, এর জবাব আপনাদের দিতে হবে ২৫ তারিখে। ‌২৫ তারিখ এর সমুচিত জবাব দেবেন।

এসময় চট্টগ্রামের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক ঘটনা ঘটছে। জানি না চট্টগ্রামের এই কনটেইনারের ঘটনা সাবোটাজ কিনা? পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে এ ধরনের অন্তর্ঘাত করার ষড়যন্ত্র আছে কিনা?’

সেতু উদ্বোধনের দিনেও একটা ঘটনা ঘটানোর জন্য অনেকে মরিয়া হয়ে চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের সাবধান থাকতে হবে। সবাই সতর্ক থাকবেন। রাতে শত্রু ভেতরে ঢুকে যেন কোনো অন্তর্ঘাত করতে না পারে। ‌

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ