16 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ধর্ষণ মামলায় খুকৃবির সাবেক উপাচার্য কারাগারে

ধর্ষণ মামলায় খুকৃবির সাবেক উপাচার্য কারাগারে

ধর্ষণ মামলায় খুকৃবির সাবেক উপাচার্য কারাগারে

বিএনএ, ডেস্ক: ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শহীদুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৮ মে) বিকেলে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ খুকৃবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মী। তাতে উপাচার্যের বিরুদ্ধে ধর্ষণ ও রেজিস্ট্রারের বিরুদ্ধে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির সহযোগী হিসেবে উল্লেখ করা হয়।

আদালতের আদেশে পরদিন মামলার এজাহার গ্রহণ করে খুলনার সোনাডাঙ্গা থানা। তবে ওই মামলায় তারা এতদিন উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন। রোববার তাদের জামিনের মেয়াদ শেষ হয়।

সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাবেক উপাচার্য শহীদুর রহমান ও রেজিস্ট্রার মাজহারুল আনোয়ার। আদালত রেজিস্ট্রার মাজহারুল আনোয়ারের জামিনের আবেদন মঞ্জুর করলেও সাবেক উপাচার্য শহীদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ