বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের কেরালা রাজ্যে পর্যটক বহনকারী বিশেষ একটি নৌকা বা হাউসবোট ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ মে) সন্ধ্যায় রাজ্যের মালাপ্পুরাম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সৈকতে এ ঘটনা ঘটে।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান জানিয়েছেন, বিভিন্ন হাসাপাতাল থেকে পাওয়া খবর থেকে ২০ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে।
স্কুল ছুটি থাকায় এই মানুষেরা ঘুরতে বেরিয়েছিলেন। ধারণা করে হচ্ছে এখনও কয়েকজন আটকা পড়ে আছেন। তবে আপাতত দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।
বিএনএনিউজ/এইচ.এম।