16 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মরক্কোতে ঈদুল ফিতর ১০ এপ্রিল

মরক্কোতে ঈদুল ফিতর ১০ এপ্রিল


বিএনএ, বিশ্বডেস্ক: উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে আগামী ১০ এপ্রিল ঈদ উদযাপন করা হবে।

সোমবার (৮ মার্চ) এক বিবৃতিতে মরক্কোর ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মরক্কো ওয়ার্ল্ড নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ধর্মীয় কমিটি ও শাওয়াল মাসের চাঁদ দেখার কাজে নিয়োজিত প্রতিনিধিদের তথ্য মতে মঙ্গলবার শেষ হবে পবিত্র রমজান মাস।

মন্ত্রণালয়টি জানিয়েছে, ধর্মীয় কমিটি ও চাঁদ দেখার দায়িত্বে থাকা প্রতিনিধিরা চাঁদ দেখার বিষয়ে বিশেষ ফোন নম্বরও চালু করেছেন।

এদিকে অস্ট্রেলিয়ায়ও আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তবে স্থানীয় ও বৈশ্বিক জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে তারা নিশ্চিত হয়েছে যে, আগামী ৯ এপ্রিল শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এর ফলে দেশটিতে ১০ এপ্রিল ঈদ উদযাপন করা হবে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ