26 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » গুইমারায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভা

গুইমারায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভা

Babar Munaf গুইমারায় পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের সভা

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মার্চ) হাফছড়ি ইউপি ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের গুইমারা শাখার সভাপতি আয়ুব আলী।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, আইন বিষয়ক সম্পাদক এড. আলম খান, মহিলা পরিষদের সভানেত্রী সালমা আহমেদ মৌ, খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ আবু তাহের, যুগ্ন আহবায়ক মো: নিজামউদ্দিন, গুইমারা শাখার সা: সম্পাদক রমজান আলী প্রমুখ।

অধিকার আদায়ে সকলকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ছায়াতলে আসার আহবান জানিয়ে বক্তারা বলেন, পাহাড়ি বাঙালিরা আজ অবহেলিত ও বৈষম্যের শিকার হচ্ছে। এর থেকে মুক্তি পেতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সভায় ৩০ হাজার বাঙালি হত্যাকারী সন্তু লারমার ফাঁসির দাবি জানানো হয়।

বিএনএ/ আনোয়ার হোসেন, বিএম,ওজি

Loading


শিরোনাম বিএনএ