29 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বৃহস্পতিবার

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বৃহস্পতিবার

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বৃহস্পতিবার

বিএনএ ডেস্ক: বেজে উঠেছে টি-টোয়েন্টির দামামা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজটা মনঃপূত না হলেও জয় দিয়েই রাঙিয়েছে শেষটা। শেষ ম্যাচের জয় আত্মবিশ্বাসের পালে যে হাওয়া লাগিয়েছে, তা অনুমান করা যাচ্ছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে থ্রি লায়ন্সদের মুখোমুখী হবে টাইগাররা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

অবাক করা বিষয় হলো যে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখী হচ্ছে দু’দল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তো একবারের জন্যও মুখোমুখীও হয়নি তারা। তবে আরব আমিরাতে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে প্রথমবারের মতো থ্রি লায়ন্সদের মুখোমুখী হয় টাইগাররা। ইংল্যান্ড শুধু ওয়ান ডে ক্রিকেটেরই বিশ্বচ্যাম্পিয়ন নয়, টি-টোয়েন্টি ক্রিকেটেও বিশ্বচ্যাম্পিয়ন। শুধুই চ্যাম্পিয়নই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের পরাশক্তিও বটে। তাদের দ্বিতীয় শ্রেণির টি-টোয়েন্টি দলটাও যে কোনো জাতীয় দলকে চ্যালেঞ্জ চালানোর সক্ষমতা রাখে।

ইংল্যান্ড দল টি-টোয়েন্টি ফরমেটে কতটা সফল তা প্রমাণে বড় ভূমিকা রাখবে পরিসংখ্যান। ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে সময়ের সেরা দলও বলা যায় তাদের। শেষ ১০টি টি-টোয়েন্টি ম্যাচে যাদের জয় সংখ্যা নয়টি। এমনকি বাংলাদেশের বিপক্ষে খেলা একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জয়ী দলও তারাই, ৮ উইকেট বাংলাদেশকে হারিয়েছিল তারা। তবে আশা ছাড়ছে না বাংলাদেশ, ইংলিশদের ভোগাতে পারে এ দেশের কন্ডিশন।

বিএনএ/ বিএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সদরঘাটে রেট চার্ট দৃশ্যমান স্থানে লাগানোর নির্দেশ-নৌ উপদেষ্টা একাধিক ভাষা শেখার সুযোগ যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে-ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের নির্যাতনের চিত্র-তথ্য উপদেষ্টা শিপ ইয়ার্ডে বিস্ফোরণ : এসএন করপোরেশনের কার্যক্রম বন্ধ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার-ত্রাণ উপদেষ্টা যৌথ বাহিনীর অভিযানে ৫৩ অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ২৫ ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা থাক‌ছে না বিএনপির রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পুরণের: আমীর খসরু ছাত্রকে গুলি করে হত্যা, পুলিশ সদস্য গ্রেপ্তার