বিএনএ, চবি (চট্টগ্রাম) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের র্যাগ ডে’র কনসার্টে প্রবেশ নিয়ে সংঘর্ষে জড়ায় গিভিত্তিক গ্রুপ বিজয় ও সিএফসি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কনসার্টে প্রবেশের জের ধরে সন্ধ্যা ৭টার পরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে বিজয় পক্ষের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয়। অপরদিকে সিএফসির নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে অবস্থান করে। এসময় দুপক্ষের নেতা-কর্মীদের সাথে দেশীয় অস্ত্র দেখা যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশি সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেম, দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে।
সংঘর্ষে জড়ানো বগি ভিত্তিক গ্রুপ বিজয় এবং সিএফসি উভয়ই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
বিএনএনিউজ/এইচ.এম।