বিএনএ ডেস্ক, ঢাকা: আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে দাওয়াত দিতে দেরি হওয়ায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে পাবনা ছাড়া করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির বিরুদ্ধে এ অভিযোগ করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এমন অভিযোগ করেন কানিজ আইরিন জাহান।
এ সময় সংসদ সদস্যের সাথে কথোপকথনের একটি ফোনকল রেকর্ড সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।
সভায় কানিজ আইরিন বলেন, ‘আমাদের জেলার সবচেয়ে সম্মানিত ব্যক্তি জনাব নাদিরা ইয়াসমিন জলি। যিনি আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। সোমবার ১১টার দিকে ৭ মার্চের প্রোগ্রাম শেষ করে যখন আমি বাসায় যাই, তখন তিনি হঠাৎ করেই ফোন করেন। বলেন, যে এই আপনি আমাকে দাওয়াত করেন নাই কেন? আপনি কি হইছেন, আপনি ফালতু মহিলা। এক থাপ্পড় দিয়ে আপনাকে আমি পাবনা ছাড়া করব!
নারী কর্মকর্তা বলেন, কতটুকু সম্মান আমাদের আছে? যে উনি (এমপি) আমাকে থাপ্পড় দিয়ে পাবনা ছাড়া করবেন! প্রশ্ন রেখে নারী কর্মকর্তা বলেন, আমি কি এখানে বাড়ির কাজ করতে এসেছি। ৫৫ বছরের জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি উল্লেখ করে তিনি বলেন, একজন সরকারি নারী কর্মকর্তার সাথে একজন নারী এমপি যদি এমন ব্যবহার করেন, তাহলে এই নারী দিবস পালন করে কী হবে!
অভিযোগের বিষয়ে গণমাধ্যমের সাথে কোন কথা বলেননি সংরক্ষিত সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, এখনও কোনো লিখিত আসেনি। একজন সংসদ সদস্য যদি কোনো অন্যায় করেন, তাহলে বিষয়টি দেখে জাতীয় সংসদ।
বিএনএ/এ আর