14 C
আবহাওয়া
৬:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত বাশার আল-আসাদ

করোনায় আক্রান্ত বাশার আল-আসাদ

করোনায় আক্রান্ত বাশার আল-আসাদ

বিএনএ, ঢাকা : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা আল-আসাদ করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। সোমবার (৮ মার্চ) সিরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, করোনা আক্রান্ত হলেও সিরিয়ার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সংক্রমণের লক্ষণ সীমিত। তারা সুস্থ অবস্থাতেই আছেন এবং দুই থেকে তিনি সপ্তাহের হোম আইসোলেশনে থেকে দায়িত্ব পালন করে যাবেন।

যুদ্ধ বিধস্ত সিরিয়ায় গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। কিন্তু অর্থনৈতিক দুরবস্থার কারণে লকডাউনের পদক্ষেপ নেয়া হয়নি দেশটিতে।

আসাদ প্রশাসন এই বছরের ১ মার্চ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা পর্যন্ত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, সিরিয়ায় করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার নয় হাজার ৮১ জন। ভাইরাস সংক্রমণে দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৬৩ জনের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ