15 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করছে বিমান

চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করছে বিমান

চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করছে বিমান

বিএনএ, চট্টগ্রাম : ১৭ মার্চ থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম-সিলেট রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট শুরু হচ্ছে। সপ্তাহে দুই দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে সিলেটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা শুরু হবে। যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনায় এই রুটে ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে ক্রয় করা যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ