18 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » নারী যাত্রীকে বাস থেকে ছুড়ে ফেললেন হেলপার

নারী যাত্রীকে বাস থেকে ছুড়ে ফেললেন হেলপার

নারী যাত্রীকে বাস থেকে ছুড়ে ফেললেন হেলপার

বিএনএ, কেরানীগঞ্জ : ভাড়া নিয়ে তর্কের জেরে এন মল্লিক পরিবহনের ঢাকা (মেট্রো-ব-১৩-১৫২১) এসি বাস থেকে এক নারীকে ধাক্কা ফেলে দেয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৭ মার্চ) বিকেলে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী রোববার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওর ক্যাপশনে লেখা আছে ভাড়া নিয়ে তর্কের জেরে এন মল্লিক পরিবহনের এসি বাস থেকে এই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

তিনি আরও বলেন, আমরা ঘটনার বিষয়ে জানতে পেরে আজ সোমবার সকালে বিআরটিএকে বলেছি। যেহেতু গাড়ির নম্বর স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই আমরা গাড়ির নম্বরসহ বিআরটিএর অভিযোগ সেলে আমরা জানিয়েছি।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ