18 C
আবহাওয়া
৮:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » গোপালগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

গোপালগঞ্জে যুবককে গলা কেটে হত্যা


বিএনএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মেহেদী হাসান সাগর (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামে হাফিজের দোকানের সমানের সড়কের ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মেহেদী হাসান সাগর সদর উপজেলার করাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মরহুম শাহাদত হোসেন মোল্লার ছেলে।

নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে মেহেদীর মোবাইল ফোনে একটা কল আসে। এরপর সে রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়, আর বাড়ি ফেরেনি।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো জানান, বুধবার ভোরে সড়কের উপর তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ৯৯৯ নম্বরে ফোন করে জানালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহে গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিএনএ/বিএম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ