16 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে কুরিলা

মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে কুরিলা


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে আমির্র লে: জেনারেল মিশেল কুরিলার নাম ঘোষণা করেছেন। এ কমান্ড মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক অভিযান দেখভাল করে থাকে। শুক্রবার পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।

সিনেট প্রেসিডেন্টের এ মনোনয়ন নিশ্চিত করলে জেনারেল কুরিলা সেন্টকমের প্রধান হিসেবে মেরিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হবেন। এ মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেনে সামরিক অভিযান দেখভাল করে।

সরকারি বায়োগ্রাফি অনুযায়ী, ৫৫ বছর বয়সী কুরিলা বর্তমানে ১৮তম এয়ারবোর্ন কর্পের নেতৃত্ব দিচ্ছেন। এটি নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগে থাকা যুক্তরাষ্ট্র আর্মির সংখ্যাগরিষ্ট গ্রুপ।

ওয়েন্ট পয়েন্ট গ্র্যাজুয়েট কুরিলা কসোভো, আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ করেন। ২০০৫ সালে মসুলে হামলা চলাকালে সেখানে তিনি গুলিতে মারাত্ম আহত হয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র আর্মির জেনারেল স্টাফ হিসেবেও বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি মর্যাদাপূর্ণ ৮২তম প্যারাস্যুট ডিভিশনের কমান্ডেড ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ