16 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » কাপ্তান বাজারে আগুন, একজনের মরদেহ উদ্ধার

কাপ্তান বাজারে আগুন, একজনের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর কাপ্তান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  শনিবার (৮ জানুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ভোর ছয়টা ৮ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণ শেষে ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করেছে দমকলকর্মীরা।

ফায়ার সার্ভিস জানায়, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২১। তার নাম ইয়াসিন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ১২ ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ইয়াসিন নামে এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দোকানটি কিসের ছিল তাও জানা যায়নি। উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আগুনে পাইকারি এ বাজারের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ