বিএনএ, ডেস্ক: জীবন হল সাফল্য ও ব্যর্থতায় বোনা বিনি সুতোর মালা। সাফল্য হচ্ছে সেই মুহুর্তের নাম যা চিরস্থায়ী হয়ে থাকার ক্ষমতা রাখে। বহু প্রচেষ্টার পর মানুষ সাফল্যের আনন্দময় মুহূর্তের সম্মুখীন হয়। অতএব ব্যক্তি যখন তার আত্ম প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়; তা-ই হল প্রকৃত সফলতা।
সুখই হলো সফলতার চাবিকাঠি। তাই সফল হতে হলে প্রয়োজন শারীরিক ও মানসিক পরিশ্রম।
সাফল্যের তিনটি শর্ত
১। অন্যের থেকে বেশী জানা।
২। অন্যের থেকে বেশী কাজ করা।
৩। অন্যের থেকে কম আশা করা।
পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হওয়া। ধৈর্য্যের সাথে কাজ করা, অদম্য ইচ্ছাশক্তি নিয়ে কাজ সম্পন্ন করা, অবশেষে সাফল্য অর্জন।
সাফল্য অর্জনের দু’টি পথ
১। সঠিক লক্ষ্য নির্ধারণ করা
২। একাগ্রতা নিয়ে অবিচল থেকে কাজ করা।
যিনি কখনো পরিশ্রম করেননি তাঁর জীবনে কখনও সফলতা আসতে পারে না। যে নিজেকে অক্ষম ভাবে, সে ব্যক্তি কখনও সফলতার মুখ দেখতে পায় না। সর্বোচ্চ আসন পেতে গেলে ব্যক্তিকে নিন্ম স্থান থেকে শুরু করতে হবে। তাহলে সে সফলতার শিখরে উঠতে পারবে। ব্যর্থতাই হলো সফলতার সিঁড়ি। যে ব্যক্তি জীবনে কখনও ব্যর্থ হয়নি সে কখনও সফলতার সুখের আস্বাদ গ্রহণ করতে পারেনি।
দ্রুত ধাবমান সময়ের সদ্ব্যবহার করতে জানতে হবে। পরিকল্পনা নিয়ে এগোতে হবে। তবেই নিশ্চিতভাবে সফলতা আসবে।
বিএনএনিউজ/ রেহেনা/ বিএম