17 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৫
Bnanews24.com
Home » নয়াপল্টনে মিরসরাইয়ের ২ যুবদল নেতা আহত

নয়াপল্টনে মিরসরাইয়ের ২ যুবদল নেতা আহত


বিএনএ, মিরসরাই : নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মিরসরাইয়ের দুই যুবদল নেতা আহত হয়েছেন। বুধবার (৭ নভেম্বর) বিকালে বিএনপির প্রধান কার্যালয় নয়াপল্টনে তারা আহত হন।

আহতরা হলেন জোরারগঞ্জ থানা যুবদল নেতা সিরাজ উদদৌলা (৩৮) ও দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামশেদ (৩৪)।

মিরসরাই উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির ডাকা ১০ ডিসেম্ভর ঢাকার সমাবেশ কে সফল করতে বিচ্ছিন্ন ভাবে কৌশলে ঢাকা পৌঁছেছেন মিরসরাই বিএনপির অনেক নেতাকর্মী। তারা নয়াপল্টন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সাথে বুধবার দুপুর থেকে অবস্থান নেয়। পুলিশ নেতাকর্মীদের নয়াপল্টন থেকে হটিয়ে দিতে একশনে যায়। এতে বিএনপির শ খানেক নেতাকর্মী আহত হয়। মকবুল নামে এক জন মারা যায়। একই ঘটনায় মিরসরাই যুবদলের দুই নেতা গুলিবিদ্ধ হয়।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৫নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন জানান, আহত যুবদলকর্মীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ