22 C
আবহাওয়া
১১:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় রত্নগর্ভা মা নুরের নেসা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

ছাগলনাইয়ায় রত্নগর্ভা মা নুরের নেসা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত


বিএনএ, ফেনী : ছাগলনাইয়ায় মহীয়সী নারী ও রত্নগর্ভা মা নুরের নেসা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ইসালে সাওয়াব এর উদ্দেশ্যে মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ছাগলনাইয়ার উত্তর যশপুর রৌশন ফকির দরগাহ মাদ্রাসা মিলনায়তনে খতমে কুরআন, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নুরের নেসা বেগম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আলহাজ্ব সুলতান আহমেদ মজুমদার সাহেবের সহধর্মিণী ও ফেনী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নিউজ এজেন্সি( বিএনএ) সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদারের রত্নগর্ভা মা।

 

মিলাদ, দোয়া ও স্মরণসভায় রৌশন ফকির দরগাহ মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার এএসএম মহিউদ্দিন বুলবুলের সভাপতিত্বে ও সুপার মাওলানা মনজুরুল মাওলা সরদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আ’লীগ নেতা মিজানুর রহমান মজুমদার।

 

বিশেষ অতিথি ছিলেন, পোর্টল্যান্ড গ্রুপের ডিরেক্টর কে এম জহিরুল কাইয়ুম , মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ফেনী জেলার শাখার সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সদস্য ব্যবসায়ী মির্জা জুলফিকার হায়দার শিমুল, কোষাধ্যক্ষ হাফেজ বেলাল হোসেন, সদস্য এয়ার আহাম্মদ ও প্রধান শিক্ষক জুলফিকার প্রমুখ।

পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন রৌশন ফকির দরগাহ্ জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসেন চৌধুরী।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ