35 C
আবহাওয়া
৮:২৪ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » খেলাধুলা নিয়ে রাজনীতি না করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহবান

খেলাধুলা নিয়ে রাজনীতি না করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহবান


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রকে খেলাধুলা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে বেইজিং। সোমবার (৭ ডিসেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান।

তিনি জানান, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের কাউন্টডাউন চলছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিসহ আন্তর্জাতিক সমাজ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের উচ্চ মূল্যায়ন করেছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, শীতকালীন অলিম্পিক গেমস রাজনীতির মঞ্চ নয়। রাজনীতি করার আচরণ হচ্ছে অলিম্পিক চেতনার পরিপন্থী। যা নিছক রাজনৈতিক উস্কানি এবং চীনা জনগণকে গুরুতর অপমান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নিজের মনোভাব ঠিক করা এবং অলিম্পিকের ‘আরও ঐক্যবদ্ধ’ চেতনা অনুসরণ করা। তা নাহলে চীন অবশ্যই শক্তিশালী পদক্ষেপ নিতে বাধ্য হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ