27 C
আবহাওয়া
৫:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সিপাহী-জনতার বিপ্লবে রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা

সিপাহী-জনতার বিপ্লবে রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান

বিএনএ,সাতকানিয়া(চট্টগ্রাম) :  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতকানিয়ায় বিএনপির উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৭ নভেম্বর) সাতকানিয়া উপজেলা, পৌরসভা, উত্তর সাতকানিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান।

পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য লোকমান হাকিম মানিক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন, ফরিদুল আলম, বাজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ হাফেজ আহমদ লিটন, মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আহমদ শফি, উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াস, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের ইফতেকার উদ্দিন চৌধুরী রাজীব,পৌর বিএনপি নেতা তসলিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সবুর, দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক সোলাইমান বাবুল, যুগ্ম আহবায়ক রাশেদ উদ্দীন, উত্তর সাতকানিয়া যুবদল নেতা নুরুল আমিন, মোহাম্মদ ইউনুস, যুবদল নেতা, শিবলু চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রনেতা আনিসুল ইসলাম, ইউনুস নুরী, এনামুল হক এনাম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।

বিএনএনিউজ২৪, এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ