21 C
আবহাওয়া
১১:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ব্যবসায়ীর

শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ব্যবসায়ীর

শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ব্যবসায়ীর

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে পোল্ট্রি খামারে শিয়াল তাড়ানোর ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল আলিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার পাইথল ইউনিয়নের পাইথল গ্রামে বাদশা মিয়ার পোল্ট্রি ফার্মে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ওই এলাকার বাদশা মিয়া শিয়ালের হাত থেকে মুরগি রক্ষা করতে জিআই তার দিয়ে ফার্মের চার পাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ঘটনার দিন রাতে বাদশা মিয়া তার বন্ধু আব্দুল আলিমকে নিয়ে মুরগির খামারে যায়। এসময় আব্দুল আলিম বৈদ্যুতিক তার না দেখে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সকালের দিকে খবর পেয়ে আব্দুল আলিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন ওসি রাজু আহমেদ।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ