বিএনএ, যশোর: যশোরের শার্শায় কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে রিমন হাসান রাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় হাবিব হোসেন (২৬) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাত ৮ টার সময় যশোর- বেনাপোল মহাসড়কের নাভারণ বাজার নিউমার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ঢাকাগামী কাভার্ডভ্যান (ট্রাকের) মোটরসাইকেল ওভারটেক করার সময় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন হাসান (রাকিব) যশোর পূর্ববারান্দী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে ও আহত হাবিব হোসেন একই এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন:
নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমন হাসান রাকিব-কে মৃত্যু ঘোষণা করেন। এবং গুরুতর আহত হাবিব হোসেনের উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/ বিএম