31 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » অল্পের জন্য বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী

অল্পের জন্য বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী

ইরাকী

বিএনএন বিশ্ব ডেস্ক, ঢাকা: বাসভবনে বিস্ফোরকভর্তি ড্রোন হামলা চালিয়ে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমিকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রী অল্পের জন্য বেঁচে গেলেও তার তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা

রবিবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদে প্রধানমন্ত্রীর বাসভবনে এই ড্রোন হামলা চালানো হয়।

হামলার পর এক টুইট বার্তায় মুস্তাফা আল-কাদিমি ‘দেশের ভালোর জন্য’ সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশের ভালোর জন্য সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি।’

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে কাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাদিমি অক্ষত অবস্থায় রয়েছেন। হামলার হাত থেকে তিনি বেঁচে গেছেন।

দুই সরকারি কর্মকর্তা বলেছেন, বিস্ফোরক বোঝাই একটি ড্রোন প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে উড়ে আসে। কাদিমির বাসভবন অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে। গ্রিন জোনে বসবাসরত পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, তারা এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন।

ইরাকের সাধারণ নির্বাচন নিয়ে গত ১০ অক্টোবর সহিংস বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটলো। ওই নির্বাচনে ইরানপন্থীদের ভরাডুবি হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ