20 C
আবহাওয়া
১১:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার

তাহিরপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার

বিএনএ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা।

রোববার (৭ অক্টোবর) রাতে তাহিরপুরের চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

জেলা গোয়েন্দা শাখার তথ্যমতে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ,সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার আসামি তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যে মামলা হয়েছে ,সেই মামলায় মূলত আফতাব উদ্দিন চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ ৯৯ জনকে আসামি করে গত ৪ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জেল হাজতে রয়েছেন।

বিএনএনিউজ / আরএস/ শাম্মী

Loading


শিরোনাম বিএনএ