15 C
আবহাওয়া
১১:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » সিলেটে টিলা ধসে শিশুর মৃত্যু

সিলেটে টিলা ধসে শিশুর মৃত্যু

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিএনএ, সিলেট : সিলেট সদর উপজেলার খাদিমনগর চা বাগান এলাকায় ভারী বর্ষণে টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রশাসন ও স্থানীয়রা জানান, খাদিম চা বাগান বস্তির লানো টিলার ধসে পড়া মাটির নিচে পড়ে মারা যায় অর্চনা ছত্রী। সে ওই বাগানের বুলবুল ছত্রীর মেয়ে।

খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান জানান, বুলবুল তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ির ভেতর ঘুমিয়ে ছিলেন। এ সময় টিলার একটি অংশ ধসে পড়লে তারা চাপা পড়েন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে বুলবুল, তার স্ত্রী ও চার বছরের ছেলেকে উদ্ধার করে। প্রায় দুই ঘণ্টা পর অর্চনার মরদেহ উদ্ধার করা হয়।

সিলেট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাসরিন আক্তার বলেন, ‘গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আমরা টিলা এলাকায় বসবাসকারীদের সতর্ক করেছি। এর মধ্যেই ঘটনাটি ঘটল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ