16 C
আবহাওয়া
৭:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » এ বছর সাহিত্যে নোবেল পেলেন  আব্দুল রাজাক গুরনাহ

এ বছর সাহিত্যে নোবেল পেলেন  আব্দুল রাজাক গুরনাহ

এ বছর সাহিত্যে নোবেল পেলেন আব্দুল রাজাক গুরনাহ

বিএনএ বিশ্ব ডেস্ক: চলতি বছর সাহিত্যে নোবেল পেয়েছেন তাঞ্জানিয়ার আব্দুল রাজাক গুরনাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর ) বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিস একাডেমি অব সায়েন্সেস।

ঔপনিবেশিকতার প্রভাব ও উপসাগরীয় অঞ্চলে শরণার্থীদের ভাগ্য সাহিত্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলার স্বীকৃতিসরূপ এই কথা সাহিত্যিককে এ পুরস্কার দেয়া হয়েছে।

গুরনাহ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন এবং ভারত মহাসাগরের জাঞ্জিবার দ্বীপে বেড়ে ওঠেন। ১৯৬০ এর শেষের দিকে শরণার্থী হিসেবে ইংল্যান্ডে চলে যান তিনি। দশটি উপন্যাস এবং বেশ কয়েকটি ছোটগল্প প্রকাশ করেছেন এই কথা সাহিত্যিক।

রীতি অনুযায়ী, আগামি ১০ই ডিসেম্বর সুইডেনের স্টকহোমে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এর আগে গত তিন দিনে চিকিৎসা, পদার্থ ও রসায়নে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়।

এছাড়া শুক্রবার শান্তিতে ও আগামি ১১ই অক্টোবর সোমবার অর্থনীতিতে এ বছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করবে রয়্যাল সুইডিস একাডেমি অব সায়েন্সেস।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ