15 C
আবহাওয়া
৭:৪৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিক অরুণ বসু আর নেই

সাংবাদিক অরুণ বসু আর নেই

অরুণ বসু

বিএনএ, ঢাকা : সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু আর নেই। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন ।

অরুণ বসু’র অনুজ নীল মণি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ পরলোকগমন করেন তিনি।

তার মরদেহ প্রথম আলো কার্যালয়ে আনা নেওয়ার পর রাজধানীর রাজারবাগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুর জেলার কৃষ্ণ নগর গ্রামে জন্ম গ্রহণ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ