18 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » লুটপাট বন্ধ করাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছেঃ জাহাঙ্গীর

লুটপাট বন্ধ করাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছেঃ জাহাঙ্গীর


বিএনএ, ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, নগরীর বিভিন্ন স্থানে লুটপাট বন্ধ করাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। জনপ্রতিনিধি হয়ে কখনো জনগণের আমানতের খেয়ানত করা যাবে না। শত ষড়যন্ত্র উপেক্ষা করে নিজের জীবন দিয়ে হলেও জনগণের আমানত রক্ষা করব।

বুধবার(৬ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনে নগরীর ১২৬ টি দুর্গা পূজামণ্ডপে ৩০ হাজার টাকা করে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, যারা কোন কাজ করে না তারা শুধু সমালোচনা করেন। আর যারা কাজ করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালান। অপপ্রচারকারী আমার ছাত্র জীবন থেকে শুরু করে গত সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত ছিল। আজও বিদ্যমান। মানুষের ভুল ত্রুটি অনিয়ম অন্যায় থাকবে সেগুলো নিয়ন্ত্রণে আনতে হবে।
বিএনএ/ এম. এস. রুকন ,ওজি

Loading


শিরোনাম বিএনএ