18 C
আবহাওয়া
৫:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » সাভারে হেরোইনসহ নারী গ্রেফতার

সাভারে হেরোইনসহ নারী গ্রেফতার

সাভারে হেরোইনসহ নারী গ্রেফতার

বিএনএ,সাভার :সাভারের পশ্চিম রাজাশন এলাকায় পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির পালোয়ানের ভাড়া বাড়িতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪) অভিযান চালিয়ে ৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার (০৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে, মঙ্গলবার (০৫ অক্টোবর) রাত ১০টার দিকে র‌্যাব-৪ সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৭৭ গ্রাম হেরোইনসহ রুমা আক্তার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে হেরোইন সংগ্রহ করে সাভার, আশুলিয়াসহ আশেপাশের এলাকায় খুচরা দামে বিক্রি করত।

আসামীকে আটক করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিএনএ/ইমরান খান,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ