32 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার


বিএনএ,ঢাকা: চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (০৭ সেপ্টেম্বর) তার নিজ রিসোর্ট ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারের পর শামসুদ্দোহাকে আদালতে তোলা হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র দাখিল করেছে।

অভিযোগপত্রে ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকার সম্পদ গোপন ও অবৈধভাবে অর্জনের কথা উল্লেখ রয়েছে। গত বছরের জুলাই মাসে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ