১০:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৫
Bnanews24.com
Home » আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও


বিএনএ ডেস্ক: আজ রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। শনিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি বাংলাদেশ সময় অনুযায়ী আজ (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৭ মিনিটে শুরু হয়ে আগামীকাল (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। তবে পূর্ণগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে, সর্বোচ্চ পর্যায়ে (চাঁদ সবচেয়ে লাল) পৌঁছাবে রাত ১২টা ১১ মিনিটে এবং পূর্ণগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে।

চন্দ্রগ্রহণটি পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু হয়ে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত দেখা যাবে। এর বাইরের কিছু এলাকায় আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে গ্রহণ দৃশ্যমান হবে না।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ