28 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » ভোট চেয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা সুজন

ভোট চেয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা সুজন


বিএনএ, ঢাকা: ডাকসু নির্বাচন ঘিরে ভোটারদের ফোন করে অযাচিতভাবে ভোট চেয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় খুলনার ছাত্রদল নেতা সুজনকে বহিষ্কার করেছে সংগঠনটি। শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের কোনও নির্দেশনা না থাকা সত্ত্বেও আসন্ন ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চাওয়ার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে খুলনা জেলার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমতিয়াজ আলী সুজনের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তিনি নিজেকে খুলনার রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে পরিচয় দিয়ে এক ভোটারকে ফোন করেন এবং ফোনে আবিদ-হামিম-মায়েদ প্যানেলের জিএস পদপ্রার্থী হামিমের পক্ষে ভোট চান। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয় এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

জানা গেছে, ইমতিয়াজ আলী সুজন রূপসা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং তার নির্বাচনী স্ট্যাটাস শেয়ার করেছেন।

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের সাংগঠনিক অনুমোদন বা সিদ্ধান্ত ছাড়াই এই ধরনের প্রচারণা দলীয় শৃঙ্খলার পরিপন্থি। সংগঠনের স্বার্থে, শৃঙ্খলা বজায় রাখতে এবং সকল সদস্যকে সমানভাবে দায়িত্বশীল রাখার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ