23 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্ববাজারে তেলের দাম ৭ মাসের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে তেলের দাম ৭ মাসের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে তেলের দাম ৭ মাসের মধ্যে সর্বনিম্ন

বিএনএ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।  বুধবার (৭ সেপ্টেম্বর) অপরিশোধিত এই তেলের দাম কমে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

রয়টার্সের খবরে বলা হয়,  বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২০ মিনিটে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৩৫ মার্কিন ডলার কমে ৯১ দশমিক ৪৮ ডলার হয়েছে। এই সেশনে লেনদেনের একপর্যায়ে তেলের দাম নেমে গিয়েছে ৯১ দশমিক ৩৫ ডলারে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্ন। এর আগে, গত মঙ্গলবার ব্রেন্টের দাম কমেছিল প্রায় তিন শতাংশ।

বুধবার যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৫৫ ডলার বা ১ দশমিক ৮৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৫ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। এ সেশনে লেনদেনের একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দাম নেমে গিয়েছিল ৮৫ দশমিক ১৭ ডলারে, যা গত ২৬ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ