16 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে সেলফি পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে সেলফি পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে সেলফি পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা পাল সিএনজির পশ্চিমপাশে সেলফি পরিবহনের চাপায় আতিয়ার মোল্ল্যা (৩৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের পাল সিএনজির পশ্চিমপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার মোল্ল্যা (৩৬) ফরিদপুর জেলার কৃষ্ণনগর গ্রামের কাশেম মোল্ল্যার ছেলে। তিনি ঢাকা জেলার সাভার অন্ধসংস্থা মার্কেটে টেইলার্সের ব্যবসা করতেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ফরিদপুর গ্রামের বাড়ী থেকে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে সাভার যাওয়ার সময় সেলফি পরিবহনের চাপায় ঘটনা স্থলেই মৃত্যু হয় আতিয়ার মোল্ল্যার।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান বলেন, সকাল ১১টার দিকে পাল সিএনজির পশ্চিমপাশে গাড়ি চাপায় আতিয়ার মোল্ল্যা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ২৪/ ইমরান খান,আমিন

Loading


শিরোনাম বিএনএ