বিএনএ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর-১ কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন। বুধবার (৭ আগস্ট) সকালে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।
পদত্যাগপত্রে কাজী ছাইদুর লিখেছেন, ‘আমি কাজী ছাইদুর রহমান, ডিজি–১, নির্বাহী পরিচালক–১–এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করলাম।’
এদিকে এস আলম গ্রুপসহ কয়েকটি গ্রুপের হাজার-হাজার কোটি টাকার বেনামি ঋণ অনুমোদনে সহায়তার দায়ে অভিযুক্তদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। অবিলম্ব গভর্ণর আব্দুর রউফ তালুকদারসহ সব ডেপুটি গভর্ণরের পদত্যাগ ও বিচার চাওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
জানা গেছে, গতকালের মতো আজ বুধবারও গভর্ণর অফিসে আসেননি। অন্য ডেপুটি গভর্ণরদের মধ্যে ডেপুটি গভর্ণর-১ কাজী ছাইদুর রহমানের কাছ থেকে জোর করে পদত্যাগপত্র নিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। অন্য তিন ডেপুটি গভর্ণর অফিসে আসেননি। আর এস আলমের অন্যতম সহযোগী নীতি উপদেষ্টা ক্ষমা চেয়ে পালিয়েছেন।
বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা