14 C
আবহাওয়া
১:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপায় মা-মেয়ে নিহত

রোহিঙ্গা ক্যাম্পে মাটি চাপায় মা-মেয়ে নিহত


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের মাটি চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন।

সোমবার (৭ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্যাম্প-৯ এর বাসিন্দা আনোয়ার ইসলাম (৩২) এর স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার কন্যা মাহিম আক্তার (২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর। তিনি জানান, বাসায় মাটি চাপা পড়ে দুইজন নিহত হয়েছে, এ খবর পেয়ে দ্রুত এপিবিএন ও ফায়ারসার্ভিস গিয়ে মাটিচাপা অবস্থা থেকে নিহত মা- মেয়ে দুজনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর নিহতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ