16 C
আবহাওয়া
৯:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর বুধবার

কুতুবদিয়ায় ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর বুধবার

কুতুবদিয়ায় ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর বুধবার

বিএনএ, কক্সবাজার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের কুতুবদিয়ায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতক জমিসহ ৪১টি ঘর বুধবার (৯ আগস্ট) ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করবেন। সোমবার (৭ আগস্ট) স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গ্যা।

তিনি জানান, এর আগেও ১১৮টি ঘর হস্তান্তর করা হয়েছে। এছাড়া আরও ২৫টি ঘর নির্মাণাধীন রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ২য় ধাপে ওসব ঘর হস্তান্তর করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জর্জমিত্র চাকমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ