21 C
আবহাওয়া
১০:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ‘মাইক’ মুক্তি পাচ্ছে ১১ আগস্ট

‘মাইক’ মুক্তি পাচ্ছে ১১ আগস্ট

‘মাইক’ মুক্তি পাচ্ছে ১১ আগস্ট

বিএনএ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আগামী ১১ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয় পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির পোস্টার, ট্রেলার, টিজার ও গান।

মুক্তির আগে শুক্রবার (৪ আগস্ট) বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষার্থীদের মাঝে প্রচারণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রচারণার দ্বিতীয় দিনে ‘মাইক’ সিনেমায় অভিনয় শিল্পী বিশিষ্ট অভিনেতা তারিক আনাম, শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন, অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার, অভিনেত্রী তানভীন সুইটি, শিশু শিল্পীসহ কলাকুশলীরা অংশগ্রহণ করেন।

‘মাইক’ চলচ্চিত্রের গল্পকার, প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন বলেন, ‘মাইক’ চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে। আগামী ১১ আগস্ট ‘মাইক’ দর্শকদের জন্য সিনেমা হলে মুক্তি পাবে।

এ সিনেমায় অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ