18 C
আবহাওয়া
৫:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » মাতামুহুরী নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

মাতামুহুরী নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে শাহ আলম নামের এক যুবক। সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব।

নিখোঁজ যুবক শাহ আলম উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের হাজি পাড়া গ্রামের মৃত জাকের হোছাইনের পুত্র। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পানির স্রোতে মাতামুহুরী নদীতে বিভিন্ন ধরনের গাছ ভেসে আসছিল। সেই গাছ ধরতে শাহ আলম নামের ওই যুবক সবার সামনে নদীতে ঝাঁপ দেন। পরে সে কুলে উঠতে পারেননি। পানির স্রোতে তলিয়ে যায়।

এই বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ জানান, নিখোঁজের ঘটনা কেউ জানায়নি। তবে আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ