18 C
আবহাওয়া
৪:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটির বিভিন্ন জায়গায় পাহাড় ধস, হতাহতের আশঙ্কা

রাঙামাটির বিভিন্ন জায়গায় পাহাড় ধস, হতাহতের আশঙ্কা


বিএনএ, রাঙামাটি: টানা অতি বর্ষণের কারণে পার্বত্য হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে আশঙ্কা বাড়ছে হতাহতের। তবে এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ আগস্ট) সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় রাস্তার উপর পাহাড়ের মাটি ও গাছ ভেঙ্গে পড়ে। কিছুক্ষণ সড়ক যোগাযোগ বন্ধ থাকলেও প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে রাঙামাটি শহরের সওজ গোডাউন এলাকায় একটি বসতবাড়ি ভেঙ্গে পাহাড়ি খাদে পড়ে যায়। এছাড়াও জেলার বিলাইছড়ি, বাঘাইছড়ি সহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের সংবাদ পাওয়া গেলেও কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, কাউখালিতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ওপর মাটি ও গাছ ভেঙ্গে পড়লে দ্রুত তা অপসারণ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের সংবাদ পেলেও কোন ধরণের জানমালের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

তিনি জানান, আমরা সার্বিক ভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি, যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য যে, ২০১৭ সালে ১৩ জুন পার্বত্য জেলা রাঙামাটিতে ভারি বর্ষণের ফলে সৃষ্ট পাহাড় ধসে ১২০ জন মৃত্যুবরণ করেন।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ