27 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৪
Bnanews24.com
Home » তিউনিসিয়ায় ৭ মাসে ৯০১ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

তিউনিসিয়ায় ৭ মাসে ৯০১ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

তিউনিসিয়ায় ৭ মাসে ৯০১ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

বিএনএ বিশ্ব ডেস্ক :  তিউনিসিয়ার কেরকেনাহ দ্বীপের নিকটে একটি অভিবাসী বহনকারী জাহাজ ডুবে যাবার ফলে কমপক্ষে চারজনের মৃত্যু  এবং ৫১ জন নিখোঁজ হয়েছে।
দেশটির একজন বিচার বিভাগীয় কর্মকর্তা রবিবার মিডিয়াকে বলেন, ডুবে যাওয়া জাহাজে থাকা সমস্ত অভিবাসীরা সাব-সাহারান আফ্রিকার ছিল।

তিউনিসিয়ার উপকূলরক্ষীরা এই বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত তাদের উপকূলে ডুবে যাওয়া অভিবাসীদের ৯০১টি মৃতদেহ উদ্ধার করেছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই মাসে বলেছেন, দেশের উপকূলে অভূতপূর্ব সংখ্যক নিহত হয়েছে।

উত্তর আফ্রিকার দেশটি এই বছর অভিবাসনের রেকর্ড তরঙ্গের মুখোমুখি হচ্ছে এবং সাব-সাহারান আফ্রিকা থেকে ইতালীয় উপকূলে ডুবে যাওয়া অভিবাসীদের নৌকাগুলি ঘন ঘন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।

ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশের দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে যাওয়া লোকরা  তিউনিসিয়া লিবিয়াকে এই অঞ্চলের প্রধান প্রস্থান পয়েন্ট হিসাবে প্রতিস্থাপন করেছে।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ