27 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৪
Bnanews24.com
Home » দুইদিন ধরে ডুবে আছে চট্টগ্রাম

দুইদিন ধরে ডুবে আছে চট্টগ্রাম


বিএনএ, চট্টগ্রাম : টানা ৩ দিনের বৃষ্টিতে দুইদিন ধরে ডুবে আছে চট্টগ্রাম নগরী । আজ সোমবার সকালে বৃষ্টির পরিমাণ  একটু কমেছে। তবুও এখনও অধিকাংশ এলাকা পানির নীচে তলিয়ে আছে।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিনই থেমে থেমে কয়েক দফা বৃষ্টি হয়েছে। আর তার সঙ্গে যোগ হয়েছে জোয়ারের পানি। আর এ পানিতে অচল হয়ে পড়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা।

বৃষ্টির পানিতে নগরীর মুরাদপুর, চকবাজার, শোলকবহর, বহদ্দারহাট, বাদুরতলা, বাকলিয়া, কাতালগঞ্জ, খাতুনগঞ্জ, রিয়াজুদ্দিন বাজার, ফিরিঙ্গিবাজার, কাপাসগোলা, চান্দগাঁও, মুরাদপুর, ২নম্বর গেট, জামালখান, দেওয়ান বাজার, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, তিনপুলের মাথা, বড়পোল, হালিশহরসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

রোববার থেকে  সকল অফিস, শিল্পকলকারখানা এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় আরও ভোগান্তিতে পড়েছে পথচারী।  পানিতে  বাড়তি ভাড়া দিতে হচ্ছে  রিকশা-সিএনজি চালকদের।

সরেজমিনে দেখা যায়, নগরীর চকবাজার ও রিয়াজউদ্দিন বাজারে দোকানপাট পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভোগ্যপণ্যের দোকান-আড়তেও পানি ঢুকেছে।

এদিকে মহানগরের পাশাপাশি চট্টগ্রাম জেলাতেও কয়েকদিনের টানা বৃষ্টিতে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। চট্টগ্রামের পাশাপাশি ফটিকছড়ি, চন্দনাইশ,  সীতাকুণ্ড, রাউজান,  হাটহাজারী, চকরিয়া, কক্সবাজার, ফেনী, তিন পার্বত্য জেলাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে।

চট্টগ্রামসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর।নগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে  সরিয়ে নিতে শুরু করেছে জেলা প্রশাসন। গত শনিবার থেকে  রোববার পর্যন্ত হাজারেরও বেশি পরিবারকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ