18 C
আবহাওয়া
৪:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » মরক্কোয় মিনিবাস খাদে পড়ে নিহত ২৪

মরক্কোয় মিনিবাস খাদে পড়ে নিহত ২৪

মরক্কো

বিশ্ব ডেস্ক: মরক্কোয় একটি পার্বত্যাঞ্চলে মিনিবাস গভীর খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) আলতাস পর্বতের পাদদেশে দেমনেত শহরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি লোকজনকে মরক্কোর কেন্দ্রস্থলে একটি বাজারে নিয়ে যাচ্ছিল। সে সময় একটি বাঁকে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর ছবিতে খাদের অতলে ভাঙাচোরা মিনিবাসটি পড়ে থাকতে দেখা গেছে।

দেমনেত হাসপাতালের পরিচালক ইউসেফ মাখলুফি মরক্কোর সরকারি সম্প্রচারমাধ্যম ২এম-কে বলেছেন, সব যাত্রীই মারা গেছেন। তাদের মধ্যে দুই নারী এবং এক শিশুও আছে।

আন্তর্জাতিক পরিবহন ফোরামের তথ্যানুযায়ী, ২০২০ সালে মরক্কোর রাস্তায় দিনে গড়ে ৮ জন মানুষ প্রাণ হারিয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ