21 C
আবহাওয়া
৮:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » লঞ্চভাড়া পুনর্নির্ধারণে বৈঠক কাল দুপুরে

লঞ্চভাড়া পুনর্নির্ধারণে বৈঠক কাল দুপুরে

লঞ্চভাড়া পুনর্নির্ধারণে বৈঠক কাল দুপুরে

বিএনএ ডেস্ক : বাসের পর এবার লঞ্চ ভাড়াও বাড়ছে। আগামীকাল সোমবার দুপুর ১২টায় সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে বৈঠক হবে।রোববার(৭ আগস্ট)  দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

তিনি বলেন, সভায় সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। তাছাড়া লঞ্চ মালিক সমিতির নেতারা উপস্থিত থাকবেন।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে

বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানো হয়েছে কিলোমিটারপ্রতি ৪০ পয়সা।

এখন থেকে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ৫০ পয়সা ও মিনিবাসে ২ টাকা ৪০ পয়সা ভাড়া হবে। দূরপাল্লার বাসে ভাড়া হবে কিলোমিটারপ্রতি ২ টাকা ২০ পয়সা। আগে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ১৫ পয়সা ও মিনিবাসে ২ টাকা ১০ পয়সা ভাড়া ছিল। দূরপাল্লার বাসে ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ১ টাকা ৮০ পয়সা।

Loading


শিরোনাম বিএনএ