19 C
আবহাওয়া
৭:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে রিকশার গ্যারেজ বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীতে রিকশার গ্যারেজ বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীতে রিকশার গ্যারেজ বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

বিএনএ,ঢাকা : রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে ঘটনায় দগ্ধ নুর হোসেন (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় দুজনের মৃত্যু হয়। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।তিনি জানান, নুর হোসেনের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। একই রাতে এর আগে আলম ও গাজী মাজহারুল ইসলাম নামে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনে। তুরাগের কামারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরো পাঁচজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক।

মৃত নুর হোসেনের ছেলে নাজমুল হোসেন জানান, তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাঘবপুর গ্রামে। বর্তমানে পরিবারসহ কামারপাড়া এলাকায় থাকেন। বাবা ব্যাটারিচালিত রিকশা চালাতেন। সকালে রিকশার ব্যাটারি চার্জ দিতে কামারপাড়া পুকরপাড় গ্যারেজে যান। দুপুরে খবর পাই গ্যারেজে কী একটা বিস্ফোরণ হয়েছে।

অনেকেই দগ্ধ হয়েছেন। পরে বার্ন ইনস্টিটিউটে এসে দগ্ধ অবস্থায় পাই বাবাকে।মৃত আলমের চাচা রবিউল ইসলাম বলেন, তাদের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বিলবালিয়া গ্রামে। বর্তমানে কামাপাড়া রাজাবাড়ি এলাকায় থাকতো। আলম রিকশার মিস্ত্রি হিসেবে কাজ করতো।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ