25 C
আবহাওয়া
৭:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » স্বর্ণের দাম বৃদ্ধিতে রেকর্ড

স্বর্ণের দাম বৃদ্ধিতে রেকর্ড

Gold price dhaka 22k Today gold price in Bangladesh per vori 22K 22K gold price today Today gold price in Bangladesh per vori 24K 1 Vori gold price গোল্ড প্রাইস টুডে 24 carat gold price dhaka Today gold price in Bangladesh per vori 22k 2024

বিএনএ, ঢাকা : দফায় দফায় বাড়ছে স্বর্ণের দাম।  তিন দি‌নের ব্যবধানে শনিবার (৬ আগস্ট) দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ৮৪ হাজার ৩৩১ টাকায় উঠেছে।

আন্তর্জাতিক বাজারে দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় গত মে মাসে স্বর্ণের ভরি বাড়তে বাড়তে ৮২ হাজার ৪৬৬ টাকায় উঠেছিল। এরপর বিশ্ববাজারে দাম কমায় তা ৭৫ হাজার টাকার নিচে নেমে এসেছিল।

মাত্র তিন দিনের ব্যবধানে শনিবার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ানোয় স্বর্ণের দর অতীতের সব দামকে টপকে গেলো।

শনিবার (৬ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাম বৃদ্ধির কথা জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। রোববার (৮ আগস্ট) থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

দাম বাড়ার কার‌ণে ৭ আগস্ট থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮৪ হাজার ৩৩১ টাকা। এ দর এযাবৎ কা‌লের স‌র্বোচ্চ। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৪৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে বেড়েছে ১৫৭৫ টাকা, যা এখন বিক্রি হবে ৬৮ হাজার ৯৯৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৯৭৯ টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ