16 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাই‌য়ে ডাকাতি মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মিরসরাই‌য়ে ডাকাতি মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মিরসরাই‌য়ে ডাকাতি মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে বদরুল হাসান শিবলু নামে এক যুবলীগ নেতাকে ডাকা‌তি মামলায় গ্রেপ্তার ক‌রে‌ছে মিরসরাই থানা পু‌লিশ। শ‌নিবার (৭ আগস্ট) দুপু‌রে মঘা‌দিয়া এলাকা থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয় । আটককৃত শিবলু উপ‌জেলার ১৬ নং সা‌হেরখালী ইউ‌নিয়ন যুবলী‌গের সাধারন সম্পাদক।

তা‌র বিরু‌দ্ধে মিরসরাই থানায় ডাকা‌তি, ম‌হিষচু‌রি সহ একা‌দিক মামলা র‌য়ে‌ছে।। বদরুল হাসান শিবলু উপজেলার সাহেরখালী ইউনিয়নের কাজীর তালুক গ্রামের আব্দুল মন্নানের ছেলে। ডাতাক শিবলুর গ্রেপ্তারের খব‌রে সা‌হেরখা‌লি উপকূ‌লিয় এলাকার সাধারন মানু‌ষের মা‌ঝে স্ব‌স্তি ফি‌রে এ‌সে‌ছে।

শিবলু‌কে আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মিরসরাই ভারপ্রাপ্ত কর্মকর্তা মু‌জিবুর রহমান। তি‌নি জানান, আমরা শিবলু‌কে ডাকা‌তি মামলায় গ্রেফতার ক‌রে‌ছি। ত‌বে তার‌ বিরু‌দ্ধে থানায় আ‌রো একা‌ধিক মামলা র‌য়ে‌ছে। সেগু‌লোর ব‌্যাপা‌রেও খোঁজখবর নেয়া হ‌চ্ছে।

বিএনএ, আশরাফ উ‌দ্দিন 

Loading


শিরোনাম বিএনএ