বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেওয়া টাইগারদের মিশন এবার সফরকারীদের হোয়াইট ওয়াশ করা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টা শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টেলিভশন ও টি-স্পোটর্স।
তবে অস্ট্রেলিয়াও চায় না খালি হাতে দেশে ফিরতে। ব্যবধান কমার জন্য তারা খেলবেন বলে জানিয়েছে অজি অধিনায়ক। অজি দলপতি ওয়েড বলেন, “আরও দুটি সুযোগ আছে আমাদের। বিশ্বকাপের আগে প্রতিটি সুযোগই মূল্যবান। ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে কিছু দিক ঠিক করতে চাইব আমরা এবং শেষ করতে চাইব জয় দিয়ে। ম্যাচ জিততে গেলে আমাদের ব্যাটিংটা ভালো করতে হবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।”
দুই দলের একাদশ :
বাংলাদেশ– মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া– অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
বিএনএনিউজ/এইচ.এম।