19 C
আবহাওয়া
৮:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » ওয়েস্ট ইন্ডিজকে হারালো শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজকে হারালো শ্রীলঙ্কা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্স পর্ব শেষ করলো শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি ও স্পিনার মহেশ থিকশানার বোলিং নৈপুণ্যে ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়েছে লঙ্কানরা।

এবারের বাছাই পর্ব থেকে আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দু’বারের ব্শ্বি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে  বাছাই পর্ব শেষ করে  ক্যারিবীয়রা। বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে শ্রীলংকা-নেদারল্যান্ডস।

হারারেতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। কিসি কার্টির  হাফ-সেঞ্চুরিতে ৪৮ দশমিক ১ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ছয় নম্বরে নেমে ৬টি চার ও ১টি ছক্কায় ৯৬ বলে ৮৭ রান করেন কার্টি। এছাড়া জনসন চার্লস ৩৯, রোমারিও শেফার্ড ২৬ ও কেভিন সিনক্লেয়ার ২৫ রান করেন। শ্রীলংকার থিকশানা ৩৪ রানে ৪ উইকেট নেন।

জবাবে শ্রীলংকাকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। ৩৩ দশমিক ৩ ওভারে ১৯০ রানের জুটি গড়েন তারা। জুটিতে ৮৩ রান করে ফিরেন করুনারত্নে। অন্যপ্রান্তে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১০৪ রানে থামেন নিশাঙ্কা। ১১৩ বল খেলে ১৪টি চার মারেন তিনি।

২০৪ রানে দুই ওপেনার ফিরলে শ্রীলংকার জয় নিশ্চিত করেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। কুশল ৩৪ ও সামারাবিক্রমা ১৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন থিকশানা।

গ্রুপ পর্ব ও সুপার সিক্স শেষে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শ্রীলংকা। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে  নেদারল্যান্ডস।

আগামী রবিবার নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাইয়ের ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন দল প্রথম কোয়ালিফায়ার হিসেবে আগামী ৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে। রানার্সআপ দলের বিশ্বকাপ শুরু হবে ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ