35 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চমেকে সার্ভার জটিলতা, টিকা নিতে শিক্ষার্থীদের ভোগান্তি

চমেকে সার্ভার জটিলতা, টিকা নিতে শিক্ষার্থীদের ভোগান্তি

চট্টগ্রাম নগরীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৬

বিএনএ,চট্টগ্রাম:  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্রে সার্ভার জটিলতার কারণে টিকা নিতে পারছেন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। মাত্র ৬১ জন শিক্ষার্থী টিকা নিতে পারলেও ভোগান্তিতে পড়েছেন টিকা গ্রহণ করতে আসা চবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী।

বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ টিকাদান কেন্দ্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন একাধিক শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২-১৩ সেশনের শিক্ষার্থী মো. জুবায়ের বলেন, আমার বাড়ি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সকালে ক্যাম্পাস থেকে রিকশা করে এসেছি টিকা নেওয়ার জন্য। এখানে এসে দেখি তীব্র ভিড়। কিছুক্ষণ পর জানলাম সার্ভার ডাউন আজকে টিকা দেওয়া হবে না।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. সাজ্জাদ হোসাইন বলেন, আজকে সেন্ট্রাল সার্ভার জটিলতার কারণে আমার অনেকের টিকা কার্ড ভেরিফাই করেত পারিনি। সচরাচর আমরা প্রতিদিন ১৬০ জনের মতো টিকা দিয়ে থাকি। কিন্তু আজ আমরা শুধু ৬১ জনকে টিকা দিতে পেরেছি। সার্ভার সমস্যার বিষয়টি আমরা কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, সার্ভার জটিলতায় এ ধরনের সমস্যার খবর পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া আবাসিক শিক্ষার্থীদের টিকা রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতার বিষয়টিও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ